কেন্দ্রীয় বিজেপি তরফ থেকে রাজ্য বিজেপি দলকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা বানানোর জন্য ১২ লক্ষ্য টার্গেট দিয়েছেন সেই লক্ষ্যে বিজেপির বিভিন্ন শাখা সংগঠন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নেতাকর্মীরা সদস্যতা অভিযান করে যাচ্ছেন। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই হাজারো নতুন সদস্য পথ গ্রহণ করছেন সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে যুব মোর্চার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সাংগঠনিক কর্মসূচিতে কিভাবে করা যায় সেই বিষয়ে বৃহস্পতিবার আগরতলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে বৃহস্পতিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দাস সহ অন্যান্যরা। মূলত আজকের এই সবাই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী চার মাসের যুব মোর্চার কর্মসূচি স্থির করা হয় বলে জানান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দাস।