রাজধানী আগরতলা শহরে প্রত্যেকদিন চুরির ঘটনা সংগঠিত হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে চোরের দল দেদার চুরি করে জনগনের লক্ষ লক্ষ টাকা সমেত মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে এদেরকে জব্দ করতে পারতে না প্রশাসন দিন কি রাএি উত্তর কিংবা দক্ষিণ আগরতলা শহরে চোর দলের উপদ্রবে জনগণ নিরাপত্তায় হীনতায় দিন কাটাচ্ছেন। গত ১০ নভেম্বর জয়নগরের সঞ্জীব পালের বাড়ি থেকে মোবাইল নিয়ে যায় চোরের দল এ বিষয়ে সঞ্জীব পাল পশ্চিম থানায় মামলা করেন মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ প্রথমে দুজনকে থানায় নিয়ে আসে তারা হল বিনয় সাহা ও উত্তম দাস তাদের জিজ্ঞাসাবাদে আরো তিন চোরকে আটক করে তাদের কাছ থেকে ৩৫ টি মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জয়নগরের সঞ্জীব পালের বাড়ি থেকে মোবাইল চুরি হওয়ার পর বাংলা হাতে নিয়ে প্রথমে দুইজনকে জিজ্ঞাসাবাদের পরে আরো তিনজনকে আটক করা হয় তারা হলেন সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজিব শুক্রবার তাদের কাছ থেকে বিভিন্ন মানুষের বাড়ি ঘর থেকে চুরি যাওয়া ৩৫ টি মোবাইল উদ্ধার করা হয় বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে ৫ জনকে আদালতে তোলা হবে পাশাপাশি তিনি আরও বলেন যে সমস্ত মোবাইল গুলোর উদ্ধার করা হয়েছে ১০ জন মোবাইল মালিকের পরিচয় পাওয়া গেছে বাকিদের সাথে যোগাযোগ করে মোবাইলগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান