Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যনিজ ঠিকেদারের হাতেই ধরা খেলো পেশায় রং মিস্ত্রি চুর

নিজ ঠিকেদারের হাতেই ধরা খেলো পেশায় রং মিস্ত্রি চুর

ঠিকেদারের হাতে ধরা পড়লো চুর , পেশায় রং মিস্ত্রি। ঘটনার বিবরণে জানা যায় গত একমাস আগে বিশালগড় এসডো চৌমুহনী এলাকায় ঠিকেদারের মাসির বাড়িতে রঙের কাজ করতে যায় পেশায় রং মিস্ত্রি চুর মিঠুন মিয়া, বাড়ি পশ্চিম বড়দোয়ালী।তারপর দুপুরের খাবারের জন্য ডাক দিলে রং মিস্ত্রি চুর মিঠুন ও তার সঙ্গী ঘরের আলমারির মধ্যে রাখা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে আসে , পরে গোলবাজার একটি দোকানে ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় । পরে ঘটনার জানাজানির পর পুলিশের দ্বারস্থ হয় ঠিকেদার ও তার মাসি মামলা করা হয় চুর মিঠুন মিয়া ও তার সঙ্গীর বিরুদ্ধে। আজ প্রায় এক মাস পর জয়নগর যুবসমাজ এলাকায় রং মিস্ত্রি চুর মিঠুন মিয়াকে আটক করে ঠিকেদার। এদিন তিনি সংবাদ মাধ্যমকে ঘটনার সম্পূর্ণ বিবরণ দেওয়ার পর অভিযুক্ত মিঠুন মিয়াকে পুলিশের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য