রাজ্যে মাছের চাহিদা ১ লক্ষ ১৬ হাজার মেট্রিক টন, যোগান দেওয়া সম্ভব হচ্ছে ৮৩ হাজার মেট্রিক টন, শুক্রবার রাজ্য সরকারের মৎস দপ্তরের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় পর্যালোচনা বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের মৎস দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার দপ্তরের আধিকারিকরা। এদিনের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সংবাদ মাধ্যমকে আরো জানান বিগত ৩.৪ মাসে দপ্তর যে লক্ষমাত্রা রেখেছে জেলা ভিত্তিক তা কতটুকু কার্যকর হয়েছে এবং কতটুকু বাকি রয়েছে সেই বিষয়ে আলোচনা হবে। বিগত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় মৎস চাষীদের যে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে তার উপর রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযাযী কতটুকু সাহায্য প্রদান করা হয়েছে এবং আরো কতটুকু করা যায় সে বিষয়ের উপর চর্চা হবে বলে জানান। পাশাপাশি এদিন তিনি আরো বলেন সর্বোপরি রাজ্যে মৎস উৎপাদন বৃদ্ধি করা এবং বেকার যুবকদের মৎস উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উপর আলোচনা করা এবং মৎস দপ্তর বরাবরই রাজ্যের চাহিদা অনুযাযী মৎস উৎপাদন কিভাবে বাড়ানো যায় সে লক্ষে কাজ করে চলছে বলে জানিয়েছেন।