Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান আয়োজিত

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান আয়োজিত

ভাইয়ের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দেন। পাশাপাশি বোনেদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষায় ভাইয়েরাও অঙ্গিকারবদ্ধ হন। ভ্রাতৃদ্বিতীয়া আমাদের পরম্পরা। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রীতি ও পরম্পরা মেনে আয়োজিত ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনেরা। মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্নে বোনেদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সর্বাঙ্গীন বিকাশ ও তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। মহিলাদের কল্যাণ ও সুবিধার্থে রাজ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য