Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যরক্তদানের মত মহৎ কাজের কোন বিকল্প নেই - মেয়র

রক্তদানের মত মহৎ কাজের কোন বিকল্প নেই – মেয়র

শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করে রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন শনিতলা কালী পূজা কমিটি ।এর উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এই ধরনের সামাজিক কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মেয়র।

আগামী বৃহস্পতিবার আলোর উৎসব দীপাবলি। দীপাবলি উপলক্ষে প্রতিবছর শ্যামা মায়ের আরাধনার আয়োজন করে রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন শনি তলা কালী পূজা কমিটি। এ বছরও শনিতলা কালী পূজা কমিটি কালীপুজোর উদ্যোগ গ্রহন করেছে ।এই উপলক্ষে মঙ্গলবার সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করে শনিতলা কালীপূজা কমিটি। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সন্তোষ সাহা ,স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এই রক্তদান কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মেয়র ।তিনি জানান, কালী পুজোকে কেন্দ্র করে উদ্যোক্তাদের এই ধরনের মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কারণ রক্তদানের কোন বিকল্প হয় না।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই কালীপূজাকে কেন্দ্র করে রক্তদান ছাড়াও দুস্থদের মধ্যে বস্ত্রদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে শনিতলা কালী পূজা কমিটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য