Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যজারি রয়েছে মুখ্যমন্ত্রীর সদস্যতা অভিযান কর্মসূচি

জারি রয়েছে মুখ্যমন্ত্রীর সদস্যতা অভিযান কর্মসূচি

ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। ১২ লক্ষ সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রদেশ বিজেপি -র কার্যকর্তারা মানুষের কাছে যাচ্ছে।সদস্যপদ তালিকাভুক্তির সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানুষও বিজেপির সদস্য হওয়ার জন্য প্রবল আগ্রহ দেখাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে এখন পর্যন্ত ৬ লক্ষ সদস্য গ্রহণ করা সম্ভব হয়েছে। এই সদস্যতা অভিযান মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রেও জারি রেখেছেন।মঙ্গলবার এমনটাই দেখা গেলো মুখ্যমন্ত্রীর নিজ কেন্দ্রের 16 নং ওয়ার্ড অন্তর্গত রামনগর তিন নম্বরে সদস্যতা অভিযানে। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জনগণের সাথে কথা বলেন। তিনি সকলকে সম্বোধন করে বলেন, বিজেপি পার্টির মাধ্যমে সামাজিক ও আধ্যাত্মিক তথা সকল প্রকার উন্নয়ন হচ্ছে। যে যেই কাজই করুক কিংবা যেখানে থাকুক, বিজেপির সদস্যতা গ্রহণ করা মানেই হল নিজেকে ভারতের সার্বভৌম তথা অখণ্ড পরিবারের সাথে যুক্ত করা। পাশাপাশি তিনি সদস্যতা গ্রহণকারী সকলকে বিজেপির পক্ষ থেকে স্বাগত জানান। তার পাশাপাশি সদস্যপদ অভিযানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ভারতীয় জনতা পার্টির ভিত্তিকে আরও মজবুত করবে। ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে। সদস্যতা অভিযানে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এই আস্থার প্রমাণ তুলে ধরেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য