Friday, February 7, 2025
বাড়িখবররাজ্যরোটারি ক্লাব অফ আগরতলা সিটির রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

রোটারি ক্লাব অফ আগরতলা সিটির রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বৃহৎ আঙ্গিকে সাজিয়ে তোলার চেষ্টা করছে সরকার। রবিবার রোটারি ক্লাব অব আগরতলা সিটি আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

রবিবার রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ রোটারি ক্লাব অব আগরতলা সিটির আধিকারিকরা ।অনুষ্ঠানে রক্তদাতা দের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সমাজ সেবায় রোটারি ক্লাব অব আগরতলা সিটি’র ভূমিকা তুলে ধরেন এবং এই ধরনের সমাজ সেবামূলক কাজকর্মের জন্য তাদের অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন ,রক্ত জীবনধারণের জন্য একটি প্রধান উপাদান যা ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে ।এর ঘাটতি থাকলে মানুষের সমস্যা হয়। দুর্ঘটনা ও অন্যান্য কাজে মানুষের দেহে রক্তের ঘাটতি দেখা দেয় ।রক্তের স্বল্পতা দূরীকরণে রোটারি ক্লাবের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান , সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কে বৃহৎ আঙ্গিকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ রোটারি ক্লাব অব আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য