পুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে সাউন্ড সিস্টেম মালিকদের আইনি বিষয়গুলি নিয়ে অবগত করল পুলিশ প্রশাসন ।এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে শহর ও শহরতলীর সাউন্ড সিস্টেম মালিকদের নিয়ে আহুত বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে অবগত করেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।
এবারের শারদ উৎসবে ক্লাবে ক্লাবে ডিজে সংস্কৃতি বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর এই আহ্বান কে ভিত্তি করে আগরতলা পৌর নিগমের মেয়র মায়ের গমন অনুষ্ঠানে ডিজে মেশিন ব্যবহার না করার জন্য পুজো কমিটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এবার সংশ্লিষ্ট বিষয়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক এর কার্যালয়ে শহর এবং শহরতলীর সমস্ত সাউন্ড সিস্টেম মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে ডিজে সিস্টেমের শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয় ।বলা হয় ডিজে মেশিনে ৬৫ থেকে ৭৫ ডেসিবলের বেশি শব্দ থাকা চলবেনা। সংশ্লিষ্ট বিষয়ে ২০১৪ এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন সম্পর্কেও ডিজে মালিকদের অবহিত করা হয় ।এদিন বৈঠক শেষে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, পুজোয় শব্দ দূষণ রোধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রে ২২৬ বি এম এস এক্ট অনুসারে সাউন্ড সিস্টেমের মালিকদের বিরুদ্ধে এফআইআর করা হবে ।তাদের জিনিসপত্র সিজ করা হতে পারে বলেও জানান তিনি ।এসডিপিও আরো জানান ,এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাব গুলির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।