প্রজ্ঞা ভবনে পরিসংখ্যান দপ্তরের পাঁচ দিনের গুরুত্বপূর্ণ কর্মশালা সমাপ্ত হলো ।শুক্রবার সামাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ১৩ টি রাজ্যের প্রতিনিধি সহ রাজ্যের পরিসংখ্যান দপ্তরের সচিব অভিষেক চন্দ্র। তিনি জানান, এই সম্মেলন অর্থনৈতিক পরিসংখ্যানের কাজে বিশেষ সাহায়ক করবে।
গত সোমবার থেকে প্রজ্ঞা ভবনে ১৩ টি রাজ্যের আয় এবং সম্পর্কিত সমষ্টির উপর আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় ।এই কর্মশালার পরিসমাপ্তি ঘটে শুক্রবার ।এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরোটি রাজ্য থেকে আগত পরিসংখ্যান দপ্তরের আধিকারিক সহ রাজ্য পরিসংখ্যান দপ্তরের সচিব অভিষেক চন্দ্র। এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য পরিসংখ্যান দপ্তরের সচিব অভিষেক চন্দ্র জানান ,আয় এবং সম্পর্কিত সমষ্টির উপর আয়োজিত এই পাঁচদিনের কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে ।এই ধরনের কর্মশালা নতুন অর্থনৈতিক তথ্য উদঘাটনে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য রাজ্য পরিসংখ্যান দপ্তরের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিকস এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা মসপির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় ।