বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ শে সেপ্টেম্বর…..শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠে উদ্বোধন হয়ে গেল আটটি জেলাকে নিয়ে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালক বালিকাদের মধ্যে হ্যান্ডবল প্রতিযোগিতা । এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় , এই খেলার অর্গানাইজেশন কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের টিচার ইনচার্জ কৃপাসিন্ধু বড়ুয়া ক্রীড়া দপ্তরের অধিকর্তা পাইমং মগ, ইয়ুথ ত্রিপুরা এবং খোয়াই জেলার যুব কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা কমলেন্দু শীল সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় প্রথমে পতাকা উত্তোলন করেন এরপর প্রদীপ প্রজ্জালন করে বেলুন উড়িয়ে এই খেলার আসরের উদ্বোধন করেন । এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে জলন্ত মশাল নিয়ে প্রবেশ করে রাজ্য হ্যান্ডবল খেলার কৃতি খেলোয়ার অনিমেষ রায়। এবং আটটি জেলা থেকে আগত প্রত্যেকটি দল তাদের জেলার নামের প্লে কার্ড নিয়ে মাঠে প্রবেশ করে । তবে এই খেলা চলবে আগামী দুই দিন অর্থাৎ ২৯ এবং ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ওই দিনই চূড়ান্ত খেলা হবে তাতে আটটি জেলার খেলোয়ারা অংশগ্রহণ করছে। শুক্রবার বিকালে খোয়াই সরকারি দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে ভিতরের মাঠে রাজ্যভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ এখানে আয়োজিত খেলার আসরের সমস্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি কথা স্পষ্টভাবে বলে দেন যে রাজ্যের আটটি জেলা থেকে আগত সমস্ত খেলোয়ারদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় । তাছাড়া সমস্ত খেলোয়ারদের থাকা খাওয়ার ব্যবস্থা যাতে কোন ধরনের ত্রুটি না থাকে সেই বিষয়ে নজর রাখার জন্য পরিষ্কারভাবে কর্মকর্তাদের জানিয়ে দেন। অন্যদিকে রাজ্য ভিত্তিক হ্যান্ডবল খেলার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খেলার অর্গানাইজেশন কমিটির চেয়ারম্যান সুব্রত মজুমদার বলেন এখানে রাজ্য ভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে যা চলবে আগামী দুই দিন । বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টায় খেলাধুলাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় সরকার সবসময় চেষ্টা করছে। তারমধ্যে খোয়াই মহাকুমাতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলার আয়োজন হতে দেখা যায়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শারীরিক এবং মন ভালো থাকে তাই খেলাধুলা করা খুবই দরকার তাতে স্বাস্থ্য গঠন হয় দেহ ও মন ভালো থাকে তাই খেলাধুলা চর্চা করা খুবই জরুরী বলে মনে করেন তিনি।