Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যবিভিন্ন দাবিতে বন দপ্তরে ডেপুটেশন দিল বন মিত্ররা

বিভিন্ন দাবিতে বন দপ্তরে ডেপুটেশন দিল বন মিত্ররা

রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে চাকরির অনুমোদন, বেতন কাঠামোকে বাড়িয়ে মাসে ১৫ হাজার টাকা করা। ইত্যাদি বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে সোমবার বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট ডেপুটেশন দিল বনমিত্ররা। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্বে থাকাকালীন সময়ে বনদপ্তরের কাজের সুবিধার জন্য প্রায় এক হাজার বনমিত্র নিয়োগ করেছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা কর্মরত রয়েছেন। প্রথমে প্রতি মাসে তারা কুড়ি দিন কাজ করে সাড়ে তিন হাজার টাকা পেতেন। পরবর্তী সময় তাদের বেতন আরো এক হাজার টাকা বাড়ানো হয়। কিন্তু এই দুর্মূল্যের বাজারে মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে সংসার পরিচালনা করা খুব কঠিন বলে দাবি মিত্রদের। এই পরিস্থিতিতে তাদের বেতন বৃদ্ধি করা, অর্থ দপ্তর থেকে তাদের চাকরির অনুমতি প্রধানসহ বেশ কিছু দাবিতে তারা নিয়মিতভাবে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন কিন্তু তারপরও তাদের চাকরির নিশ্চয়তা হচ্ছে নাবলে অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার রাজধানী আগরতলার গোর্খা বস্তি এলাকার বনদপ্তরের প্রধান কার্যালয় এগিয়ে বনমিত্ররা ডেপুটেশন প্রদান করেন এবং জানান অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নিতে হবে। কারণ তাদের দাবিগুলো যুক্তি সঙ্গত। তাদের আরো অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানিয়ে এলো কেউ সেগুলো পূরণের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য