ত্রিপুরার একমাত্র রাজ্যসভার শূন্য আসনের উপ-নির্বাচনের ভোট নেওয়া হয় মঙ্গলবার। উপভোটে দ্বিমুখী লড়াই হয়। বিজেপির প্রার্থী হয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আর প্রধান বিরোধী দল সিপিএম-র প্রার্থী প্রাক্তন বিধায়ক সুধন দাস। এদিন সকালে বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ। তবে রাজ্যসভার ভোট বয়কট করেছে কংগ্রেস। এদিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন কংগ্রেসের সাথে সিপিআইএমের রাজনৈতিক জোট কখনো হয় নি, কংগ্রেস ভোট বয়কট করেছে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত । রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল সবাই জানে। কিন্তু সিপিআইএম জয় পরাজয়ের জন্য ভোটে লড়াই করছে না। বিজেপির নীতির বিরুদ্ধে সিপিএম-র লড়াই জারি রয়েছে।পাশাপাশি গনতন্ত্র পুনরুদ্ধার করে বিজেপিকে উৎখাত করতে রাহুল গান্ধির যে ডাক সেই ডাককে আজ রাজ্যসভার উপনির্বাচনের ভোট বয়কটের মাধ্যমে একপ্রকার নস্যাৎ করেছেন কংগ্রেস বলে অভিমত ব্যাক্ত করলেন শ্রী চৌধুরী ।