Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যবন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

দলীয় সমস্ত ইউনিটকে বলা হয়েছে বন্যা দুর্গতদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর জন্য।রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের সাহায্যে ইতিমধ্যে এগিয়ে এসেছে সিপিএম নেতা-কর্মীরা। রাজধানীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। রবিবার সিপিএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির তরফে টাঊন ইন্দ্রনগর হরিজন কলোনি এলাকায় ব্লিচিং পাউডার ও সাবান বিলি করা হয়। আগামী দিনে স্বাস্থ্য শিবির করারও পরিকল্পনা রয়েছে। এদিন এই এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সঙ্গে ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যরা। জিতেন বাবু ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা সম্পর্কে অবগত হন। পরে জিতেন চৌধুরী জানান, বন্যার্তরা এখন অবধি প্রশাসনের তরফে কিছুই পাননি বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, দলীয় নেতা- কর্মীদের বলা হয়েছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। সমস্ত ইউনিটকে বলা হয়েছে সাধ্যমতো এগিয়ে আসার জন্য।তিনি বলেন এবারের বন্যার ব্যাপকতা বেশি। জিতেন বাবু বলেন, মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলই বলেছেন সরকারের পাশে থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য