রাজ্যে পিডিএফ এবং খোলা বাজারে যথেষ্ট পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মজুদ রয়েছে। এই নিয়ে উৎকণ্ঠার কোন কারণ নেই। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি আরো জানান, পেট্রোপণ্যেরও যথেষ্ট মজুর রয়েছে । বন্যায় আক্রান্তদের জন্য হেলিকপ্টার করে প্যাকেটজাত খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানান তিনি।
রাজ্যে দুর্যোগ চলছে ।দুর্যোগ মোকাবেলায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী বিধায়ক এবং জনপ্রতিনিধিরা সক্রিয় রয়েছেন ।পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হয়েছে ।এই অবস্থায় রাজ্যে যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ রয়েছে ।এই নিয়ে উৎকণ্ঠার কোন কারণ নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।মন্ত্রী জানান ,খাদ্য দপ্তরের পক্ষ থেকে আহ্বান থাকবে, কোথাও যাতে মানুষের মধ্যে পিডিএফ সাপ্লাই বা খাদ্যদ্রব্য নিয়ে উদ্বেগ তৈরি না হয়। ব্যবসায়ীদের বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি করা চলবে না ।সংশ্লিষ্ট বিষয়ে ব্যবসায়ীরাও তাকে আশ্বস্ত করেছেন বলে জানান খাদ্যমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে তথ্য দিয়ে খাদ্যমন্ত্রী জানান, রেসনিং ব্যবস্থায় আগামী ৭৬ দিনের জন্য চাল মজুদ রয়েছে ।গম এবং আটা মজুদ রয়েছে ৯৯ দিনের ।লবণ ৩১ দিনের ,মসুর ডাল মজুদ রয়েছে ১৬ দিনের ।তিনি জানান ,লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের আচরণবিধি থাকার কারণে ভোক্তাদের চিনি সরবরাহ করা সম্ভব হয় নি।পূজোর মাসে রেশন ভক্তাদের বকেয়া চিনি একসাথে প্রদান করা হবে।
তিনি জানান ,খোলা বাজারে আগামী ২৭ দিনের জন্য চাল মজুদ রয়েছে ।, ডাল মজুদ রয়েছে ১১ দিনের ,ভোজ্য তেল মজুদ রয়েছে আগামী ৮৩ দিনের জন্য ।আলু মজুদ রয়েছে সাত দিনের ,পেয়াজ মজুদ রয়েছে পাঁচ দিনের। আটা ৪২ দিনের এবং খোলা বাজারে আগামী ২৫ দিনের জন্য চিনি মজুদ রয়েছে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, বন্যায় আক্রান্তদের জন্য হেলিকপ্টার করে প্যাকেটজাত খাদ্যদ্রব্য প্রদান করা হবে ।এর জন্য মোট কুড়ি হাজার প্যাকেট জাত খাদ্য প্যাকেটিং করা হচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজার ১৪০ টি প্যাকেট জাত খাদ্য বিতরণ করা হয়েছে, ।তিনি আরো জানান ,রাজ্যে পেট্রোল এবং ডিজেলের আগামী ৯ দিনের মজুদ রয়েছে ।পেট্রোল এবং ডিজেলের কোন রেসনিং করা হয়নি ।পেট্রোপণ্য নিয়েও চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।