Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যআগামী প্রজন্মের জন্য আদর্শ রাজ্য গঠনের কাজ করছে সরকার,মুখ্যমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য আদর্শ রাজ্য গঠনের কাজ করছে সরকার,মুখ্যমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য রাজ্যকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদযোগে আয়োজিত রাজ্যভিত্তিক হর-ঘর তিরঙ্গা অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভুয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।


মঙ্গলবার থেকে সারাদেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে ।এই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।মঙ্গলবার উমাকান্ত একাডেমি মাঠে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ দেশপ্রেমীদের স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন ।এই অনুষ্ঠান রাজ্যেও পালিত হয় ।২০২২ সালে রাজ্যের ৮.৫ লক্ষ ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।এবছর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যের প্রায় নয় লক্ষের উপর বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলিত হবে ।মুখ্যমন্ত্রী আরো বলেন ,১৯৪৭ সালের পর থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবস পালিত হয়েছে ।কিন্তু স্বাধীনতা দিবস উদযাপনের নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।এই ধরনের অনুষ্ঠান আমাদের স্বাধীনতার মানে বুঝিয়ে দেয়।মুখ্যমন্ত্রী আরও বলেন ,রাজ্য সরকার রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে ।আগামী প্রজন্মের কাছে রাজ্যকে একটা আদর্শ রাজ্য হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করছে ।এই ক্ষেত্রে জাতি উপজাতি সবার মধ্যে একতার প্রয়োজন ।একতা এবং শান্তি সম্প্রীতিই উন্নয়নের মূল বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করে। ছাত্র-ছাত্রীদের এই ধরনের অনুষ্ঠানের ভূয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য