বহিঃরাজ্যে গাঁজা পাচার করার সময় ফের আটক দুই নেশা কারবারি। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৮ কেজি শুকনো গাঁজা। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে আর পি এফ ও জি আর পি থানার পুলিস মঙ্গলবার আগরতলা রেলস্টেশনে উত পেতে বসেছিল। তখনই দুই জনকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। ধৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেয় জি আর পি থানার পুলিস। বুধবার গাঁজা সহ আটক দুইজনকে আদালতে পেশ করা হয় পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। অভিযোগ আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে বাইরের রাজ্যে অবৈধভাবে গাঁজা পাচার করা হয়।তবে পুলিসের হাতে ধরাও পড়ছে।