Sunday, July 13, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া বাইক ও টমটম উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব...

চুরি যাওয়া বাইক ও টমটম উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ

রাজধানীতে বেড়ে গেছে চুরির ঘটনা। মোটর বাইকের পাশাপাশি চোরেরা এখন থাবা বসাচ্ছে টম টমেও। অভিযোগ টম টম চুরি করে এর ব্যাটারি সহ অন্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় চোরেরা। সম্প্রতি বাইক ও টম টম চুরির অভিযোগ পূর্ব আগরতলা থানা এলাকায় ঘটে। মামলা নিয়ে পুলিস তদন্তে নামে। মেলে সাফল্য।পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথমে প্রানতোষ দেব নামে এক জনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার কাছ থেকে একটি টমটম ও দুটি বাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুইটি বাইকের মধ্যে একটি চুরি করা হয়েছিল ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। অপর বাইকটি চুরি করা হয়েছিল মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে।প্রানতোষ দেবকে জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের আরও ৪ জন জালে উঠে। একথা জানান সদর মহকুমা পুলিস আধিকারিক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য