Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যপ্রয়াত সাংবাদিকদের পরিবারের আয়ের উৎস ও আর্থিক অনুদান প্রদানের আহ্বান ত্রিপুরা জার্নালিস্ট...

প্রয়াত সাংবাদিকদের পরিবারের আয়ের উৎস ও আর্থিক অনুদান প্রদানের আহ্বান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রতিনিয়তই সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের যেকোনো পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর। এজন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন যে সমস্ত প্রয়াত সাংবাদিকদের পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেই সমস্ত পরিবার গুলিতে ন্যূনতম আয়ের উৎসের কিভাবে যোগান দেওয়া যায় সে বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠকে মিলিত হন। সেই বৈঠক থেকে প্রয়াত সাংবাদিকদের পরিবার গলির জন্য রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বলেন যে আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত এক বছরে রাজ্যের বেশ কয়েকজন কর্মরত সাংবাদিক বিভিন্ন রোগে ও দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোনামুডার সাংবাদিক আব্দুল সাত্তার, খোয়াইয়ের সাংবাদিক মানষ ভট্টাচার্য, চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া, সাংবাদিক কনাদ মোদক, দুলাল চক্রবর্তী, পার্থ সেনগুপ্ত, সমরেশ রাহা প্রমূখ। এছাড়াও অতীতে প্রয়াত হয়েছেন আরো বেশ কয়েকজন সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। আক্ষেপের বিষয় হলো প্রয়াত সাংবাদিক, চিত্র সাংবাদিকদের বেশিরভাগ পরিবার পরিজনদের কোন ধরনের আয়ের উৎস নেই। তাদের পরিবার অর্ধাহার, অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। প্রয়াত সাংবাদিকদের ছেলেমেয়েদের পড়াশোনা প্রায় বন্ধ হবার পথে। এই অবস্থায় সরকারিভাবে তথ্য অনুসন্ধান করে অতীতে এবং সাম্প্রতিককালে যে সমস্ত সাংবাদিক চিত্র সাংবাদিকরা প্রয়াত হয়েছেন এবং যাদের পরিবারের ন্যূনতম আয়ের উৎস নেই সেই সব পরিবারের একজন করে সরকারি চাকরি প্রধান এবং আর্থিক সাহায্য করার অনুরোধ করছি।

আশা করব আমার এই অনুরোধ শুধুমাত্র মানবিক দৃষ্টিভঙ্গিতেই বিবেচনা করে কাল বিলম্ব না করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। রাজ্যের গোটা সাংবাদিক সমাজ তাতে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য