Monday, March 17, 2025
বাড়িখবররাজ্যদুর্গার চৌমুহনী বাজার সমিতির পক্ষ থেকে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে...

দুর্গার চৌমুহনী বাজার সমিতির পক্ষ থেকে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন

আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে পুর নিগম। দুর্গা চৌমুহনী বাজারকে আধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে। সে জন্য বাজার ব্যবসায়ী সমিতিসহ বাজারের প্রতিটি ব্যবসায়ীর সহযোগিতা চাইলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার দুর্গা চৌমুহনী বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন তিনি। রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তারপর থেকেই বিভিন্ন ক্লাব-সংস্থা-বাজার কমিটি থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মিহির সরকার, বাজার কমিটির সভাপতি রতন শীল, সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, দুর্গা চৌমুহনী বাজারের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য