Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে আটক দুই নেশা কারবারি

রাজধানীতে আটক দুই নেশা কারবারি

রাজধানীর আনাচে কানাচে ছেয়ে গেছে ড্রাগস। উঠতি বয়সী যুবরা এসব নেশায় যেমন আসক্ত হচ্ছে তেমনি অবৈধ ভাবে এসব নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে। রবিবার রাজধানীর ওয়াটার সাপ্লাই রোডে সব্যসাচি ক্লাব সংলগ্ন এলাকায় নেশা বিক্রি করার সময় আটক দুই যুবক। অভিযোগ টম টম দিয়ে এসে তারা ড্রাগস বিক্রি করার সময় ধরা পড়ে। স্থানীয় যুব মোর্চার কর্মীদের হাতে ধরা পড়ে দুই যুবক। তাদের কাছ থেকে কয়েকটি ব্রাউন সুগারের কোটা উদ্ধার হয়। পরে কলেজ টাউন আউট পোস্টে খবর দেওয়া হলে পুলিস গিয়ে তাদের নিয়ে আসে।ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। শাসক দলের যুব সংগঠনের মণ্ডল সভাপতি যুবকদের কাছে আহ্বান রাখেন এসব থেকে দূরে সরে আসার জন্য এবং ক্রীড়া ক্ষেত্রে শামিল হওয়ার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য