Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ টি আসনে মনোনয়নপত্র দাখিল...

বিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭ টি আসনে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি মনোনীত প্রার্থীরা

রাজধানীতে বিশাল মিছিল করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।মিছিলে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক দীপক মজুমদার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্ত, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ অন্যান্য নেতৃত্ব।পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে পশ্চিম জিলা পরিষদের ১৭ আসনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। এদিন আগরতলা শহরে বিশাল মিছিল করে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা প্রার্থীদের নিয়ে। ব্যান্ড পার্টি, ঢাকঢোল নিয়ে বের হয় সুসজ্জিত বিশাল মিছিল। প্রখর রোদকে উপেক্ষা করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে প্রার্থীরা গিয়ে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন। মনোনয়ন পত্র জমা দিয়ে পশ্চিম জিলা পরিষদের প্রার্থী বলাই গোস্বামী শুধু নিজের নয়, সমস্ত বিজেপি প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী। তিনি বিরোধীদের কটাক্ষ করে অভিযোগ করেন, মনোনয়ন পত্র জমা দিতে না পেরে ইচ্ছাকৃতভাবে নাটক মঞ্চস্থ করছে।উল্লেখ্য ৮ আগস্ট হবে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য