দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়ে আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। উদয়পুর মহকুমার তেপানিয়া ব্লক সংলগ্ন এলাকায় পুলিশের সামনেই আক্রান্ত হন বিধায়ক সুদীপ রায় বর্মণ। আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা।বিধায়কের পায়ে ইট পড়ে আঘাত পেয়েছেন।আহত বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মনোনয়ন পত্র জমা দিয়ে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় বিধায়ক প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, রাজ্য পুলিসের এতোটা মেরুদণ্ড ভেঙে যাবে তা দুঃস্বপ্নে ভাবেনি কেউ।অভিযোগ বিধায়ক সহ প্রার্থীরা আক্রান্ত হলেও কোন ভ্রুক্ষেপ নেই পুলিসের। তিনি বলেন ত্রিপুরার মানুষ বিচার করবেন কাদের উনারা ক্ষমতায় এনে বসিয়েছেন।বিধায়ক অভিযোগ করেন রাজ্যের মানুষের স্বার্থে বিজেপি কখনও কাজ করেনি করবেও না। বিজেপির একটাই কর্মসূচী তা হল লুটপাট চালানো।একটাই বিজেপির কর্মসূচী কে কত টাকা মেরে বড় লোক হতে পারবে। বিজেপি থেকে সিপিএম অনেক ভালো। গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে উতখাত করার ডাক দিলেন তিনি। লড়াই সমানতালে চলবে। চিহ্নিত করা রাখা হচ্ছে।