Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যপুলিশ, ক্লাব ও ভাড়াটিয়ার অশুভ যোগসাজসে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা

পুলিশ, ক্লাব ও ভাড়াটিয়ার অশুভ যোগসাজসে আতঙ্কে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা


এ কোন আইনের শাসন চলছে রাজ্যে। খোদ রাজধানীতে নিরাপদ নয় নিজ বাড়িতে এক প্রবীণা। অভিযোগ মাফিয়াদের সঙ্গে মিলে মহিলার বাড়ির ভাড়াটিয়া বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। অসহায় মহিলা সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। ভয়ঙ্কর এই ঘটনা রাজধানীর মিলন চক্র এলাকায়। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মী কান্তি রানী ভট্টাচার্য।বর্তমানে উনার বয়স ৭৯ বছর। তিন বছরের চুক্তিতে মহিলার বাড়িতে ২০১৮ সালে ঘর ভাড়া নেন কমলপুরের বাসিন্দা পরিমল শীল। ভাড়াটিয়া পেশায় একজন মুরি ব্যবসায়ী।ভাড়াটিয়ার সঙ্গে চুক্তি পত্র ২০২১ সালে শেষ হয়ে যাওয়ার পর নতুন করে কোন চুক্তি হয়নি মালিকের। অভিযোগ ভাড়াটিয়া মালিককে কোন ভাড়াও দিচ্ছেন না। মালিক বার কয়েক ঘর ছেড়ে দেওয়ার জন্য বললেও ভাড়াটিয়া ছাড়ছেন না বলে অভিযোগ। উল্টো বৃদ্ধ মহিলাকে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ। আরও অভিযোগ উল্টো পরিমল শীল জায়গা খালি করে দেওয়ার জন্য ৭ লক্ষ টাকা দাবি করছেন। ঘটনা জানিয়ে মহিলা এ ডি নগর থানার দ্বারস্থ হন সুবিচার চেয়ে। মহিলা অভিযোগ ক্রেন রাতের বেলা ভাড়াটিয়া সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে মদমত্ত অবস্থায় মহিলাকে হুমকি ধমকি দেন। অসহায় মহিলা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখেন সুবিচারের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য