Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যরাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

বেকার-ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে বিপণী বিতান তৈরি করা হলেও বর্তমানে অনেকেই স্টল নিয়ে ব্যবসা করছেন না। আবার যারা স্টল খুলে বসে আছেন তাদের অনেকে ঠিক মতো ভাড়া দিচ্ছেন না। কেউ কেউ ঘর বেদখল করে বসে আছেন। শুধু তাই নয়, রাতের বেলা চলে বিপণী বিতান চত্বরে অসামাজিক কাজ। এসব অভিযোগ পেয়ে বুধবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সেন্ট্রাল জোনের সহকারী কমিশনার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।তাঁর পুরো বিপণী বিতান ঘুরে দেখেন। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। পরে মেয়র জানান, অনেকে দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছেন না। তাই তাদেরকে নোটিস দেওয়া হবে ৭ দিনের মধ্যে বকেয়া ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য। অন্যথায় অন্য লোককে ভাড়া দেওয়া হবে। বেশকিছু ঘর কিছু শ্রমিক সংগঠন দখল করে রেখেছে। সেই সকল ঘর গুলিও দখল মুক্ত করা হবে। বিপণি বিতানের সামনে অবৈধ ভাবে বহু যানবাহন পার্কিং করে রাখছে। এই বিষয়ে ট্রাফিক দপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিপণি বিতানে একটি সাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে রাতের বেলায় অসামাজিক কাজকর্ম হয়। এই অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে স্থানীয় ক্লাব গুলির কাছে আবেদন রাখেন সামাজিক ভাবে প্রতিরোধ করার।পাশাপাশি তিনি জানান, পুর নিগমের কোন মার্কেটে কোন অবৈধ কাজ করতে দেওয়া হবে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য