Wednesday, February 12, 2025
বাড়িখবররাজ্যবড়জলা থেকে ব্রাউন সুগার সহ আটক ৩ নেশা কারবারি

বড়জলা থেকে ব্রাউন সুগার সহ আটক ৩ নেশা কারবারি

রাজধানীর বড়জলা থেকে আটক ব্রাউন সুগার সহ ৩ নেশা কারবারি ।এনসিসি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বড়জলা এলাকায় অভিযান চালায় এনসিসি থানার পুলিশ ।অভিযান কালে তিন কুখ্যাত নেশা কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে ।তাদের তল্লাশি চালিয়ে ৫৬০ কোটা ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ।পাশাপাশি তাদের কাছ থেকে ২ হাজার ৯৮০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।ধৃত নেশা কারবারিরা হলো অনিমেষ ঘোষ ,সঞ্জয় দেবনাথ ও সায়ন রায় ।ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে সোমবারই পুলিশ রিমান্ড চেয়েআদালতে সোপর্দ করা হবে ।এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই সংবাদ জানান। এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক আরো জানান, ধৃত তিনজনের মধ্যে দুইজনকে আগেও এন ডিপিএস মামলায় আটক করা হয়েছিল ।ধৃত নেশা কারবারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও জালে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক সুশান্ত দেব।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য