Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল মনোনয়ন পত্র জমার মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত এলাকার ভোটারদের সমর্থন চাইছে। সোমবার পশ্চিম জিলা পরিষদের দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা করার সময় একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।এদিন রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের কংগ্রেস প্রার্থীরা। ১৭ আসনে কংগ্রেস মনোনয়নপত্র জমা করে। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেন যায়। সেখান থেকে প্রার্থীরা জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মী- সমর্থকরা অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য