পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল মনোনয়ন পত্র জমার মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত এলাকার ভোটারদের সমর্থন চাইছে। সোমবার পশ্চিম জিলা পরিষদের দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা করার সময় একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।এদিন রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম জিলা পরিষদের কংগ্রেস প্রার্থীরা। ১৭ আসনে কংগ্রেস মনোনয়নপত্র জমা করে। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেন যায়। সেখান থেকে প্রার্থীরা জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মী- সমর্থকরা অংশ নেন।