Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যঐতিহ্যবাহী খার্চি পূজাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সরকারি ও বেসরকারি স্টল

ঐতিহ্যবাহী খার্চি পূজাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সরকারি ও বেসরকারি স্টল

মাঝে আর একদিন। ১৪ জুলাই পুরাতন হাবেলি চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হবে ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা। শুক্রবার নিয়ম মেনে হয় জারি পূজা। কথিত আছে এর মাধ্যমে জল শুদ্ধি করা হয়। এদিন চতুর্দশ দেবতা বাড়িতে এই জারি পূজা করা হয়। শনিবার বিকেলে হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা। খারচি পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছেন।প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে খারচি পূজা।খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে এই ঐতিহ্যবাহী খার্চি পুজা শুরু হবে। জাতি জনজাতি সকলের মেলবন্ধনে এই পূজার আয়োজন হয়। খার্চি পুজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবছরও আয়োজন করা হবে মেলার।৭ দিন ব্যাপী খার্চি পুজাকে সামনে রেখে নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরকে। একই সাথে সরকারি ও বেসরকারি স্টল নির্মাণ করা হয়েছে। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি পসরা নিয়ে মেলাত অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য