Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিম জেলার জেলাশাসকের সাংবাদিক সম্মেলন

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পশ্চিম জেলার জেলাশাসকের সাংবাদিক সম্মেলন

রাজ্যে ত্রিস্তরীয় নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। বৃহস্পতিবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিলের কাজ ।মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুলাই ।এবারের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ৩ ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লক্ষ দশ হাজার ৭৩ জন। মহিলা ভোটার রয়েছেন এক লক্ষ ৮ হাজার ২৮৫ জন ।পশ্চিম জেলায় মোট পাঁচটি আর ডি ব্লক রয়েছে ।এগুলি হল বামুটিয়া, ডুকলি ,জিরানিয়া ,মোহনপুর এবং ওল্ড আগরতলা ।পাঁচটি ব্লকে পঞ্চায়েত সমিতির নির্বাচনী ক্ষেত্র রয়েছে ৬৫ টি। জেলা পরিষদের নির্বাচনী ক্ষেত্র রয়েছে ১৭ টি এবং ৯১ টি গ্রাম পঞ্চায়েতে মোট ৫৫৬ টি কেন্দ্রে আসন সংখ্যা ১০১৩ টি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান পশ্চিম জেলাশাসক ডঃ বিশাল কুমার ।তিনি জানান ,পশ্চিম জেলায় জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে জেলা শাসকের কার্যালয়ে ।এছাড়া পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্লক গুলিতে। এখন পর্যন্ত পশ্চিম জেলায় জেলা পরিষদের ১৭টি কেন্দ্রের জন্য ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান পশ্চিম জেলার শাসক ডক্টর বিশাল কুমার।সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার জেলাশাসক আরো জানান, পুলিশ প্রশাসনের পর্যবেক্ষণে পশ্চিম জেলায় অতি স্পর্শকাতর বুথ কেন্দ্রের সংখ্যা ১৩ টি ।স্পর্শকাতর বুথ কেন্দ্রের সংখ্যা রয়েছে ১১৪ টি ।তিনি জানান ,নির্বাচনকে কেন্দ্র করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স শীঘ্রই রাজ্যে চলে আসছে ।আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে দৃঢ়তার সাথে জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য