Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় সরকারের অমরত্ব প্রকল্পের অধীনে আগরতলা শহরের আরো তিনটি পুকুরকে নতুনভাবে সাজিয়ে...

কেন্দ্রীয় সরকারের অমরত্ব প্রকল্পের অধীনে আগরতলা শহরের আরো তিনটি পুকুরকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে


রাজধানীকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর আগরতলা পুর নিগম। রাজধানীবাসীর বিভিন্ন সমস্যা নিরসনের পাশাপাশি বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মযজ্ঞ জারি রেখেছেন আগরতলা পুর নিগম। সে উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিববাড়ি পুকুরকে নতুন করে পার বাঁধানো এবং মন্দির সংস্কার করার জন্য কেন্দ্র সরকারের প্রকল্প “AMRUT ATAL MISSION FOR RENOVATE & URBAN DEVELOPMENT ” প্রকল্পে কাজ হাতে নেওয়া হয়েছে যার শিলান্যাস হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। সেদিকে লক্ষ্য রেখে শনিবার শিববাড়ি পুকুর এলাকা পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর রত্না দত্তসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুর কমিশনার শৈলেশ কুমার যাদব জানান এই প্রকল্পের অধীন রাজধানীর অন্যান্য বিভিন্ন এলাকাতেও কাজ হয়েছে এখন এই প্রকল্পের অধীন শিববাড়ি পুকুরপাড় এবং মন্দির সংস্কারে কাজ করানো হবে আর এই কাজের শুভ সূচনা হবে 8 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য