বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের। শনিবার সংগঠনের তরফে রাজধানীর ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ দেখানো হয়। এর পরে ৫ দফা দাবিতে ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি অবিলম্বে কন্ট্রাক্ট এসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করা, বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে পর্যাপ্ত সংখ্যক লাইনম্যান ও কর্মী নিয়োগ, বিদ্যুৎ পরিষেবা বেসরকারি মালিকদের হাতে না দেওয়া, গ্রাহকদের স্বার্থ বিরোধী প্রি পেইড স্মার্ট মিটার বসানো বন্ধ করা সহ বিভিন্ন দাবি তাদের। সংগঠনের আহ্বায়ক সঞ্জয় ছউধুরি এদিন বলেন, প্রি পেইড স্মার্ট মিটারের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণ ভাবে বেসরকারি করণ করে দেওয়া। বেসরকারি হাতে তুলে দেওয়া হলে চরম দুরবস্থার মধ্যে পড়বেন গ্রাহকরা।