Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে...

রাজ্যে শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামছে ডি ওয়াই এফ আই

শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবায় রাজ্যের যে বেহাল অবস্থা তারই প্রতিবাদে ২ সপ্তাহব্যাপী গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডি ওয়াই এফ আই যা আজ কৈলাশহর থেকে শুরু হচ্ছে মঙ্গলবার রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই জানালেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারূন দেব। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস। এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারূণ দেব সংবাদ মাধ্যমকে জানান পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমাজের মেরুদন্ড শিক্ষাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমানের ডাবল ইঞ্জিনের সরকার। একই অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রেও এ প্রসঙ্গে তিনি বলেন বিগত ছয় বছর ধরে স্বাস্থ্য ক্ষেত্রে কোন নিয়োগ নেই। সেই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারিকরণ করে রাজ্যের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অবধি যে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদান তার কোন সুযোগ নেই কেননা স্বাস্থ্যপরিসেবা দিতে গেলে ডাক্তার থেকে শুরু করে নার্স দরকার তা পর্যাপ্ত পরিমাণে নেই। তাছাড়া একই অবস্থা বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রেও কেননা দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা TSECL কে বেসরকারি সংস্থার তুলে দিয়ে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছেন বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে ২০২১ সালের আগস্ট মাসে যে আর বি টি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হলেও আজ তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে, চলছে ২০২৪ সাল তা সত্ত্বেও পরীক্ষার ফলাফল প্রকাশের কোন প্রকার হেলদুল নেই সরকারের তাই প্রায়ই বেকার যুবক-যুবতীদের ফলাফলের দাবিতে রাস্তায় নামতে দেখা যাচ্ছে বারংবার। সুতরাং শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ পরিষেবায় যে বেহাল দশা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে তার হাল ফেরানোর দাবি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুললেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারূণ দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য