Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যচা বাগান ইস্যুতে সি আই টি ইউর বিক্ষোভ ধর্না

চা বাগান ইস্যুতে সি আই টি ইউর বিক্ষোভ ধর্না

রাজ্যের বিভিন্ন জায়গায় চা=বাগানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।এর বিরুদ্ধে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ আগেও প্রতিবাদ সংগঠিত করেছে। কিন্তু সরকারের টনক নড়ছে না বলে অভিযোগ সংগঠনের রাজ্য সভাপতি মানিক দের। বাধ্য হয়ে সোমবার ফের রাস্তায় নামে সি আই টি ইউ। এদিন আগরতলা শহরে মিছিল করে সংগঠনের কর্মী=সমর্থকরা। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসলেন শ্রম কার্যালয়ের সামনে আসে। সেখান বিক্ষোভ ধরনা সংগঠিত করে তারা। সেখান থেকে এক প্রতিনিধি দল দাবি সনদ পেশ করে শ্রম কমিশনারের কাছে।এদিন কর্মসূচীতে ছিলেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, কানু ঘোষ, তপন দাস, সমর চক্রবর্তী সহ অন্যরা।শ্রমিক নেতা মানিক দে অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চা=বাগানের জায়গা দখল করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি জানান চা বাগানের জায়গা বাগানকে ফিরিয়ে দিতে হবে।এই বেআইনি কাজ করা যাবে না। যারা বাগানের জায়গা জবর দখল করছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য