চাকুরীর পরীক্ষা দেওয়ার দু’বছর অতিক্রান্ত হওয়ার পরও ঘোষণা করা হইনি পরীক্ষার ফলাফল এবং কোন প্রকার নিয়োগও করা হয়নি। পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বারংবার শিক্ষা অধিকত্তার সঙ্গে সাক্ষাৎ করার পরও কোন প্রকার ফল মিলছে না বেকার যুবক-যুবতীদের তা নিয়ে হতাশায় ভুগছেন বেকার যুবক-যুবতীরা। জানা গিয়েছে 2022 সালে এস টি জি টি পরীক্ষা দিয়েছিল বেকার যুবক যুবতীরা আজ দু বছর অতিক্রান্ত হবার পরও ঘোষণার নাম নেই ফলাফল প্রকাশের এবং কোন প্রকার নিয়োগের। তাই মঙ্গলবার হতাশা এবং বাধ্য হয়ে আবারো শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এসটিজিটি পরীক্ষার্থীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেকাররা জানান আজ মূলত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সকলকে যেন একসাথে নিয়োগ করা হয় সেই দাবি নিয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা।