Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যগোটা দেশের রাজ্যেও সদর শহর জেলার উদ্যোগে উদযাপিত হল কালো দিবস

গোটা দেশের রাজ্যেও সদর শহর জেলার উদ্যোগে উদযাপিত হল কালো দিবস

২৫ শে জুন আজকের এই দিনটিকে ভারতবর্ষের ইতিহাসে কাল দিবস হিসেবে বিবেচনা করা হয় কেননা আজকের এই দিনেই ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন যার ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলে নিজেদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিলেন। সেই কালো দিনটি কে স্মরণ করে বিজেপি সদর জেলার উদ্যোগে পালিত হলো কালো দিবস। ১৯৭৫ সালের ২৫শে জুন ভারতের ইতিহাসে একটি কালো দিবস হিসেবে বিবেচিত হয়। এই দিন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। এটি ১৯৭৭ সালের ২১শে মার্চ পর্যন্ত প্রায় ২১ মাস স্থায়ী ছিল। এই জরুরি অবস্থার প্রেক্ষাপট ছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার চেষ্টা করছিল, এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অজুহাতে, ইন্দিরা গান্ধী ২৫শে জুন ১৯৭৫ সালে দেশের উপর জরুরি অবস্থা জারি করেন। যার ফলে ক্ষুন্ন হয় সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার। তাই সেই কালো দিনটির প্রতি ধিক্কার জানিয়ে মঙ্গলবার বিজেপি সদর শহর জেলার উদ্যোগে রাজধানীর বটতলা বাজার এলাকায় পালিত হয় কালো দিবস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা৷ এদিন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে জানান ১৯৭৫ সালের ১২ জুন, এলাহাবাদ হাইকোর্ট একটি রায়ে ইন্দিরা গান্ধীর নির্বাচনী প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে তার লোকসভা আসন বাতিল করে এবং ছয় বছরের জন্য তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে।এই রায়ের বিরুদ্ধে আপিল চলাকালীন সময়ে, দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলন শুরু হয়।রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অজুহাতে, ইন্দিরা গান্ধী ২৫শে জুন ১৯৭৫ সালে দেশের উপর জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থার সময়কালে নাগরিক অধিকার ও স্বাধীনতা সীমিত করা হয়।সংবাদপত্রের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীদের গ্রেফতার করা হয়। আদালতের কার্যক্রম সীমিত করা হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয়। এই দিনটি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য