ফের আগরতলা রেলস্টেশনে ধরা পরল নয়জন বাংলাদেশী নাগরিক ধৃতদের মধ্যে ৬ জন মহিলা এবং তিনজন পুরুষ তারা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত ও অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। একের পর এক অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ গোয়েন্দা বিভাগ এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।রাজ্যের ঢালাও হারে অবৈধভাবে বাংলাদেশী দের অনুপ্রবেশের ঘটনা ঘটছে এর মধ্যে কিছু পুলিশের জালে ধরা পড়লেও অধিকাংশ অবৈধ বাংলাদেশিদেরই টিকির নাগাল পেটে ব্যর্থ পুলিশ শনিবার রাতেও আগরতলা রেল স্টেশন থেকে নয় জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জিআরপি থানার পুলিশ ধৃতদের মধ্যে 6 জন মহিলা এবং তিনজন পুরুষ ধৃত বাংলাদেশি নাগরিকরা হল নীল উপা বেগম রিপন প্রামাণিক জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হাওলাদার লিটন হাওলাদার সালমা বেগম ইব্রাহিম আকুন্দ এবং সুরভী আলী ধৃত নয়জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে তারা দিল্লি বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশনে আসে গতিবিধি সন্দেহজনক হওয়ায় রেল পুলিশ তাদের আটক করে রবিবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান। তিনি আরো জানান ভীতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হবে। এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসির তাপস দাস আরো জানান বাংলাদেশী নাগরিকদের বেআইনিভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে রাজ্যে প্রবেশ করা এবং রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রদেশে যাওয়া ঘটনার পেছনে একটি বড়সড়ো আন্তর্জাতিক দালাল চক্র জড়িয়ে রয়েছে ঘৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রটিকে জালে তোলার চেষ্টা করবে পুলিশ। এদিকে কয়েকদিন বাদে বাদেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশীদের বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করার ঘটনায় সীমান্তে নিরাপত্তালক্ষ্মী এবং গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।