Friday, June 13, 2025
বাড়িখবররাজ্যডুকলি শিল্পাঞ্চলে আগুনে পুড়ে ছাই চিড়া মুড়ির কল

ডুকলি শিল্পাঞ্চলে আগুনে পুড়ে ছাই চিড়া মুড়ির কল

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক চিড়া মুড়ির কল ।ঘটনা শনিবার রাতে রাজধানী আগরতলা সংলগ্ন ডুকলি শিল্পতালুকের একটি চিড়া মুড়ির ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে । অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা । ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক একটি চিড়া মুড়ির কারখানা। ঘটনা শনিবার রাতে রাজধানী আগরতলা সংলগ্ন ডুকলি ইন্ডাস্ট্রিয়েল এলাকায় ।এদিন ফ্যাক্টরিতেই ছিলেন সংশ্লিষ্ট কারখানার মালিক ।ফ্যাক্টরিতে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষ করে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন ।তার চিৎকার শুনে অন্যান্য কারখানার কর্মী এবং মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় বাধারঘাট অগ্নিনির্বাপক দপ্তরে ।খবর পেয়ে বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় ।কিন্তু পরিস্থিতির ভয়াবহতার বিষয়টি লক্ষ্য করে দমকল কর্মীরা অন্যান্য অগ্নি নির্বাপক দপ্তরেও খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা ,আনন্দনগর এবং মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন আগ্নি নির্বাপক কেন্দ্র থেকে ১০টি দমকলের ইঞ্জিন। মোট ১০ দমকলের ইঞ্জিনের তৎপরতায় দমকল কর্মীরা প্রায় ১০ ঘন্টার প্রচেষ্টায় রবিবার সকাল নাগাদ আগুন আয়ত্তে আনে।কিন্তু ততক্ষণে পুরে খাক হয়ে যায় চিড়া মুড়ির কারখানাটি ।এদিন দমকলের এক আধিকারিক জানান, ফ্যাক্টরির পাশ দিয়েই চলে গেছে গ্যাসের পাইপ লাইন। এই পাইপ লাইনে লিক ছিল।এই গ্যাসের পাইপলাইন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি। তিনি আরো জানান সংশ্লিষ্ট এলাকায় জলের উচ্চ না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বনিক সহ অন্যান্যরা ।এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকাশ করেন টি আই ডি সি চেয়ারম্যান নবোদল বনিক। তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত কারখানার মালিককে যথাযথ সহযোগিতা করা হবে। জানা গেছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের এক প্রতিনিধি দল রবিবার ঘটনাস্থলে ছুটে যায়।এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কাঁঠালতলি ইন্ডাস্ট্রি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য