আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল উদ্ধার কান্ডে গ্রেপ্তার এক যুবতী।ধৃত অভিযুক্তের নাম রেম দেবী দেববর্মা । কল্যাণপুর থানাধীন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত ২৪ মে আগরতলা রেলস্টেশন থেকে পিস্তলসহ এক যুবক এবং এক যুবতীকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পিস্তল উদ্ধার কাণ্ডে আরো এক যুবতীর যুক্ত থাকার লিঙ্ক খুঁজে পায় পুলিশ। সেই মতো জিআরপি থানার পুলিশ শুক্রবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর এলাকা থেকে এক যুবতীকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্ত যুবতীর নাম রেম দেবী দেববর্মা। বয়স আনুমানিক ২০ বছর ।তাকে শুক্রবারই কল্যাণপুর থেকে জিআরপি থানায় নিয়ে আসা হয় ।শনিবার ধৃত অভিযুক্ত যুবতীকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান।
প্রসঙ্গত উল্লেখ্য যে ,গত ২৪ মে রাতে পিস্তল উদ্ধার কাণ্ডে ধৃত ২ অভিযুক্তরা হলো করণ দেববর্মা এবং প্রিয়া দেববর্মা। এই দুই অভিযুক্তের বাড়িও কল্যাণপুর থানা এলাকায় ।
এদিন জিআরপি থানার ওসি তাপস দাস জানান ,তারা পিস্তলটি কোথা থেকে এনেছে সেই বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থেই সংশ্লিষ্ট বিষয়ে এখনই বিস্তারিত কোনো কিছু জানাতে চাইছে না পুলিশ।
আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল উদ্ধার কান্ডে গ্রেপ্তার এক যুবতী।ধৃত অভিযুক্তের নাম রেম দেবী দেববর্মা । কল্যাণপুর থানাধীন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত ২৪ মে আগরতলা রেলস্টেশন থেকে পিস্তলসহ এক যুবক এবং এক যুবতীকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পিস্তল উদ্ধার কাণ্ডে আরো এক যুবতীর যুক্ত থাকার লিঙ্ক খুঁজে পায় পুলিশ। সেই মতো জিআরপি থানার পুলিশ শুক্রবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর এলাকা থেকে এক যুবতীকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্ত যুবতীর নাম রেম দেবী দেববর্মা। বয়স আনুমানিক ২০ বছর ।তাকে শুক্রবারই কল্যাণপুর থেকে জিআরপি থানায় নিয়ে আসা হয় ।শনিবার ধৃত অভিযুক্ত যুবতীকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান।