চার দফা দাবির ভিত্তিতে শনিবার গণদেবপুটেশন প্রদান করল সি আই টি ইউ সমর্থিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়ন ।এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রদান উপলক্ষে শনিবার এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রাধানগর বাস স্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সামনে গিয়ে সমাপ্ত হয় ।সেখান থেকে এক প্রতিনিধি দল দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ।এদিন সি আই টি ইউ ,ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন ,সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’র যৌথ উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয় ।এর নেতৃত্বে ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।