বুধবার দুপুরে হঠাৎই রামনগর ২ নম্বর রোডের স্টেট ব্যাংকের আরএমএস ব্রাঞ্চ অফিস থেকে ধোঁয়া নির্গত হতে শুরু করে। ব্যাংকে তখন গ্রাহক পরিষেবা প্রদানে মগ্ন ছিলেন ব্যাংক কর্মীরা। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় সবার মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন ।এক দমকল আধিকারিক জানান ,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ।আগুন যথাসময়ে আয়ত্তে আনতে তারা না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে বলে জানান তিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক এলাকাবাসী জানান ,স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিসের সামনের একটি বিদ্যুতের খুটি থেকে আগুনে সূত্রপাত ।এই আগুন বিদ্যুৎ পরিবাহি তার বেয়ে ব্যাংকের মূল মিটার বক্সে চলে যায় ।ব্যাংকে তখন প্রচুর গ্রাহক ছিলেন ।গ্রাহক ও ব্যাংক কর্মীদের সমূহ বিপদ ঘটার সম্ভাবনা ছিল।অফিস টাইমে ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রামনগর ২ নম্বর রোড এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।