Wednesday, October 23, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় এ আই ডি ওয়াই ও এর উদ্যোগে বিদ্রোহী কবি কাজী...

যথাযথ মর্যাদায় এ আই ডি ওয়াই ও এর উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125 তম জন্ম জয়ন্তী পালন

শনিবার যথাযথ মর্যাদায় এ আই ডি ওয়াই ও এর উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125 তম জন্ম জয়ন্তী পালন করা হয় রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডি ওয়াই ও সংগঠনের রাজ্য নেতৃত্বসহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের নেতৃত্ব জানান পরাধীন ভারতের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান ছিল অসামান্য। তিনি শুধু একজন কবি বা সংগীতজ্ঞ ছিলেন না, বরং ছিলেন এক আদর্শ বিদ্রোহী, যিনি তাঁর লেখনীর মাধ্যমে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নজরুলের কবিতায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্বাধীনতার আহ্বান প্রতিফলিত হয়েছে। তাঁর বিখ্যাত কবিতা “বিদ্রোহী” তাঁর বিদ্রোহী চেতনার এক অনন্য নিদর্শন। এই কবিতায় তিনি শাসকের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নজরুল তাঁর প্রবন্ধ এবং গদ্য লেখায় সমকালীন রাজনৈতিক, সামাজিক, এবং অর্থনৈতিক বিষয়গুলির তীব্র সমালোচনা করেছেন। তাঁর প্রবন্ধের ভাষা যেমন ছিল প্রাঞ্জল, তেমনি তা ছিল অত্যন্ত প্রভাবশালী। ১৯২২ সালে তিনি “ধূমকেতু” নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মাধ্যম ছিল। এই পত্রিকায় প্রকাশিত অনেক প্রবন্ধের জন্য তাঁকে কারাবরণ করতে হয়। তাঁর লেখা প্রবন্ধ “আনন্দময়ীর আগমনে” ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন এবং যার জন্যে উনার কারাবাসও হয়েছিল বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য