যত্রতত্র যানবাহন রেখে আগরতলা শহরকে জ্যাম যানজট করে রাখছে চালকরা যাতে করে পথ চলতি মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবার রাস্তায় নামল ট্রাফিক দপ্তর। শনিবার যানজট মুক্ত করার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালানো হয় আগরতলা জগন্নাথ বাড়ি রোড এলাকায়। এই দিন ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে যে সমস্ত যানবাহন গুলি নো পার্কিং জুনে রেখে গিয়েছেন কাদের বিরুদ্ধে ট্রাফিক দপ্তর থেকে নোটিশ দেওয়া হয় যদি তারা নোটিশের কোনরকম সদউত্তোর না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সময়ে আগরতলা শহরে প্রত্যেকটি রাস্তায় অলি গলিতে যানজট তৈরি করে রাখছেন চার চাকার যান চালকরা ওর জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দিচ্ছে সাধারণ জনগণের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রাফিক দপ্তরের থেকে ব্যবস্থা গ্রহণ করেছেন এদিন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সংবাদ মাধ্যমকে জানান নো পার্কিং জোনে গাড়ি রেখে দিয়ে পার্কিং জোন করে নিয়েছে তাদের প্রত্যেককে আইনি নোটিশ দেয়া হয়েছে এমত অবস্থায় তারা যদি এই নোটিশের সদ উত্তর না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর