এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।ঘটনা মঙ্গলবার সকালে রাজধানীর রামনগর দুই নম্বর রোডের শেষপ্রান্তে ।মৃত ব্যক্তির নাম অরূপ কুমার দত্ত ।ঘটনাটি খুন না আত্মহত্যার তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।মঙ্গলবার সকাল দশটা নাগাদ রাজধানীর রামনগর দুই নম্বর রোডের শেষপ্রান্তে এক বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম অরূপ কুমার দত্ত ।বয়স আনুমানিক ৫১ বছর ।রামনগর ২ নম্বর রোডের শেষ প্রান্তে জহরলাল পালের বাড়িতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন এই ব্যক্তি।তার মূল বাড়ি খোয়াই শহরে। মৃত ব্যক্তির স্ত্রী উদয়পুরের একটি সরকারি স্কুলের শিক্ষিকা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর ফাঁড়ির পুলিশ ।পুলিশ জহরলাল পালের নির্মীয়মান বাড়ির লিফটের ঘর থেকে অরূপ কুমার দত্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে ।এদিন রামনগর ফাঁড়ির পুলিশ আধিকারিক জানান ,মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে, ঘটনার তদন্ত চলছে।এদিকে বাড়ির মালিক জহরলাল পাল জানান ,মৃত ব্যক্তির স্ত্রী তাকে বিষয়টি জানালে তিনি গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সাথেসাথেই তিনি পুলিশে খবর দেন। তিনি আরো জানান ,মৃত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিল ।কারোর সাথে বিশেষ একটা কথা বলতেন না ।একটি বেসরকারি চাকরি করতেন তিনি ।সম্প্রতি চাকরিটি চলে যায়। এরপর থেকে মানসিকভাবে আরো ভেঙে পড়েন।এদিকে ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে অস্বীকার করেন মৃত ব্যক্তির শোকার্ত স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রামনগর ২ নম্বর রোডের শেষ প্রান্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।