মঙ্গলবার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল প্রদেশ কংগ্রেস এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে এক শরণানঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের সব কটি জেলা এবং ব্লক কংগ্রেস কার্যালয় যথাযথ এই দিনটি পালন করা হয়।মঙ্গলবার ২১ মে, দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ বার্ষিকী। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয় ।এই উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা, গোপালচন্দ্র রায় ,সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। কংগ্রেস ভবনের সামনে প্রয়াত নেতার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা মৌন মিছিল করে গান্ধীঘাটে যান ।সেখানে প্রয়াত নেতার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন দেশের যুবসমাজের কাছে এক মুর্ত প্রতীক ।তার হাত ধরেই দেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এক নতুন অধ্যায় রচিত হয়। দেশ গঠনের কাজে রাজীব গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জানান ,মঙ্গলবার রাজ্যের সব কটি ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেস কমিটির কার্যালয়েও যথাযথ মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।