Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যবাড়ী থেকে কাজের উদ্দ্যেশে বের হয়ে পথের বলি এক যুবক

বাড়ী থেকে কাজের উদ্দ্যেশে বের হয়ে পথের বলি এক যুবক

গতির লড়াইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম সম্রাট ওরাং ।ঘটনা শনিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে।রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত এতে বেড়ে চলছে হতাহতে সংখ্যা শনিবার যান সন্ত্রাসে বলি হল আরো একতাজা যুবক মৃত যুবকের নাম সম্রাট ওরাং বয়স আনুমানিক ৪০ বছর ঘটনা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সামনে জানা গেছে TRO7E-7360 নম্বরের বাইক চালিয়ে আমতলী থেকে বিশালগড়ের হরিশনগর চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিল সম্রাট ওরাং । একই সময়ে আগরতলা থেকে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে উদয়পুরের দিকে যাচ্ছিলTR03-1340 নম্বরের একটি যাত্রীবাহী বাস। দর্শন সিক্ত পথে বাসটিকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি যাত্রীবাহী বাসের পেছনে্র চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক সম্রাট ওরাং। পথ চলতি জনগণ ও স্থানীয়রা ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে আমতলী থানার পুলিশ, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ ।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য