Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যদুর্নীতির সরকার না চৌকিদারের সরকার- জনগণ কোনটা চান? খুমুলুঙের জনসভায় জনসাধারণের...

দুর্নীতির সরকার না চৌকিদারের সরকার- জনগণ কোনটা চান? খুমুলুঙের জনসভায় জনসাধারণের প্রতি এমনটাই প্রশ্ন রাখলেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ের রং লাল হলুদ তা সোমবার এডিসি’র সদর দপ্তর খুমুলুঙে বিজেপি নেতৃবৃন্দকে ফের প্রমান করে দিলেন তিপ্রামথা সুপ্রিমো ।খুমুলুঙের এই জনসভায় জনজাতিদের ভোটব্যাঙ্কে পরিণতকারী কংগ্রেস ও সিপিআইএমের বিরুদ্ধে ইভিএমে জবাব দিতে জনজাতিদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।জনসভায় বক্তব্য রাখেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার এডিসির সদর দপ্তর খুমুলুঙে এক জনসভার আয়োজন করা হয় ।খুমপুই একাডেমী স্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লোকসভা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি ।বলেন লোকসভা নির্বাচনে দেশের নীতি নির্ধারণ করা হয়। আমরা ভাগ্যবান কারণ আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। তিনি বলেন ,দুর্নীতির সরকার না চৌকিদারের সরকার- জনগণ কোনটা চান এই প্রশ্নের জবাব আগামী ১৯ এবং ২৬শে এপ্রিল বোতাম টিপে দিতে হবে। ত্রিদলীয় জোট সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য ,বিজেপি ,আইপিএফটি এবং তিপ্রা মথা- এই তিন দল মিলে মিশে এখন ত্রিশূল হয়েছে ।আগামী দিনে আমরা এই তিন বন্ড এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ,এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করব। বক্তব্যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই অশুভ শক্তি জনজাতিদের ভোটব্যঙ্কে রূপান্তরিত করেছিল ।এখন তারা কোন মুখে কথা বলছে। জনজাতিদের উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী। খুমুলুঙের জনসভায় বক্তব্য রাখেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ।জনসভায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ,আইপিএফটি নেতৃত্ব তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই জনসভায় প্রচুর সংখ্যক তিপ্রা মথা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য