পশ্চিম আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানে রবিবার সকালে এক বাইক রেলির আয়োজন করা হয়। বাইক রেলিটি রামনগর বিধানসভা কেন্দ্রের শত পুস্প ক্লাব সংলগ্ন এলাকা থেকে শুরু হয় ।রামনগর বিদানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই বাইক রেলির আয়োজন করা হয়। রেলিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার,মন্ডল সভাপতি সহ অন্যান্যরা ।রেলিটি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই রেলিতে অংশগ্রহণ করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বলেন, রিমনগর জুড়ে লোকসভা ও বিধানসভার দুই প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার চলছে ।