Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যউপ নির্বাচনকে কেন্দ্র করে জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে ব্যস্ত মেয়র

উপ নির্বাচনকে কেন্দ্র করে জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে ব্যস্ত মেয়র

উপনির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত সময় পার করছেন দীপক মজুমদার।আগামী ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট গ্রহণ পর্বের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই এখন বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি প্রতিদিনই বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারের ব্যস্ত। সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের কাছে ভোটের আর্জি জানাচ্ছেন। সোমবার তিনি রামনগর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়িতে জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন। কৃষ্ণনগর এলাকার মেহের কালিবাড়ি প্রাঙ্গন থেকে কর্মসূচি সূচনা করেন এবং আশেপাশের এলাকা পরিদর্শন করে সকলের কাছে আহ্বান জানান ভোট দেওয়ার জন্য। এদিনের এই কর্মসূচিতে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর ভাস্বতি দেববর্মা, বিজেপি নেতা গৌতম সরকার, ত্রিপুরা রাজ্যের কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা সমর রায় সহ আরো অনেকে। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান কর্মসূচী কালে উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন, পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি সাধারণ মানুষের কল্যাণে যে সকল কাজ করেছে তার জন্য সকলে খুশি। রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতায়নের সমস্যা সমাধান করার লক্ষ্যে যে সকল কাজ করেছেন তাতে মানুষ খুশি। বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান করার সময় সাধারণ মানুষ যেভাবে খুশি ব্যক্ত করছেন নাগরিক পরিষেবা পেয়ে। ঠিক একই ভাবে বিধায়ক হিসেবে জয়ী হলে মানুষের কল্যাণে কাজ করে যাবেন, তাই তার জয় নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য