Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধের দাবি জানিয়ে ট্রাফিক এসপির নিকট ডেপুটেশন প্রদান...

ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধের দাবি জানিয়ে ট্রাফিক এসপির নিকট ডেপুটেশন প্রদান টমটম চালকদের

ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধের দাবি জানিয়ে বুধবার ট্রাফিক এসপির নিকট ডেপুটেশন প্রদান করল রাজধানীর টমটম চালকরা ।টমটম চালকদের অভিযোগ, তাদের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র রয়েছে ।তারপরেও যখন তখন নথিপত্র প্রদর্শনের অজুহাতে একাংশের ট্রাফিক পুলিশ তাদের হয়রানি করে চলছে। এতে তাদের যাত্রী পরিষেবা প্রদানে অসুবিধা হচ্ছে ।সমস্যা দেখা দিয়েছে জীবিকা নির্বাহের ক্ষেত্রেও। টমটম চালকদের দাবি, অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধ করা হোক ।তাদের এই দাবি মানা না হলে তারা আগামী দিনে একসাথে এসে তাদের টমটমের চাবি ট্রাফিক এসপির নিকট জমা দিয়ে যাবেন বলেও জানান তারা। এদিকে এদিন টমটম চালকদের এই সংবাদ সংগ্রহ করতে গেলে ট্রাফিক ভবনের সামনে সমবেত হওয়া টমটম চালকদের একাংশ অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করে ।এমনকি রাস্তায় ফাঁকা পেলে পরে সাংবাদিকদের পিষে মেরে ফেলার হুমকিও দেন একাধিক ই বরিস্কা চালক। সাংবাদিকদের প্রতি টমটম চালকদের ব্যবহারে স্তম্ভিত হয়ে যান পথ চলতি নাগরিকরাও। অথচ সংশ্লিষ্ট স্থানে গোয়েন্দা পুলিশ থাকলেও তারা কোন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেনি। প্রকাশ্য দিবালোকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এহনো হুমকি কে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য