যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। রাজধানীতেও ঘটে চলেছে একের পর এক যান দুর্ঘটনা। অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে অসতর্কতার কারণে ঘটছে দুর্ঘটনা। বুধবার ফের রাজধানীতে দুর্ঘটনা। এদিন আড়ালিয়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি সকালে। দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন বেশি আঘাত পায়। আরেকজন অল্পবিস্তর আঘাত পান। সঙ্গে সঙ্গে আহত বাইক আরোহী প্রসেনজিত দাসকে জিবিতে নেওয়া হয়। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর। বাড়ি আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়।আহত যুবকের চিকিৎসা চলছে বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।